রোজায় কোষ্ঠকাঠিন্য রোগীদের সতর্কতা ও করণীয়

bcv24 ডেস্ক    ০২:১৩ এএম, ২০২২-০৪-০৮    78


রোজায় কোষ্ঠকাঠিন্য রোগীদের সতর্কতা ও করণীয়

কোষ্ঠকাঠিন্য হলো একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হন না। সাধারণত এক বা দুই দিন পরপর মলত্যাগের বেগ হওয়া এবং শুষ্ক কঠিন মল নিষ্কাশন প্রক্রিয়াই চিকিৎসাশাস্ত্রে কোষ্ঠকাঠিন্য বলে পরিচিত।

রমজান মানেই পরিবর্তনের মাস। জীবনকে সুশৃঙ্খলিত একটি নিয়মে বেঁধে নিতে এসময় পরিবর্তন আনতে হয় খাবারের সময়ে, অভ্যাসে। তবে রোগীদের ক্ষেত্রে এসময় আরও বেশি পরিবর্তন আনতে হয়। রোজা রাখার পাশাপাশি নিজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সময় তাদের প্রয়োজন হয় বাড়তি সতর্কতা।

রমজানে যেহেতু খাবারের সময়ে বেশ পরিবর্তন আসে, সেই সঙ্গে দীর্ঘ সময় পানি খাবার খাওয়া থেকে বিরত থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ এই সময় বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই রমজানে রোজা রাখার পাশাপাশি আমরা যদি একটু বাড়তি যত্ন নেই তাহলে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি।

রোজায় কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যাওয়ার কারণ

একজন রোজাদার যখন রোজা রাখেন স্বাভাবিকভাবেই তার পানি পান করার পরিমাণ কমে যায়। রোজায় কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার এটিই মূল কারণ। এছাড়া দীর্ঘ সময় খাবার বিরতির পর ইফতারে ভাজাপোড়া, তৈলাক্ত খাবার, চর্বি এবং মাংস জাতীয় খাবার বেশি খাওয়ার প্রবণতাও কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যাওয়ার উল্লেখযোগ্য বড় কারণ। খাবারে মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়াও এর একটি কারণের মধ্যে পড়ে।

এছাড়া রোজা রাখার পরে স্বাভাবিকভাবেই শরীর দুর্বল থাকে। দুর্বলতা থাকার কারণে ফিজিক্যাল অ্যাকটিভিটি বা শারীরিক পরিশ্রম এসময় অনেকটাই কম হয়। কারণেও রোজার সময় কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়। বিশেষ করে যাদের এমনিতেই কোষ্ঠকাঠিন্য থাকে তাদের এই সমস্যা আরও বেশি গভীর হয়ে ওঠে। যাদের কোষ্ঠকাঠিন্য নাই রমজানে মূলত খাদ্যাভ্যাসের কারণেই তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

 

সতর্কতা

এমন পরিস্থিতিতে আমরা কি ধরনের সর্তকতা অবলম্বন করলে এই কোষ্ঠকাঠিন্য থেকে নিজেদের মুক্ত রাখতে পারি সে বিষয়ে ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন কিছু বিষয়কে এক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে। এগুলো হলো-

. ইফতার কী দিয়ে করা হবে তার ওপর নজর দিন। সুস্বাস্থ্যের জন্য একটি খেজুর দিয়ে ইফতার ভাঙতে পারেন। এরপর এর পাশাপাশি ইফতারে রাখতে পারেন গ্রীষ্মকাল বা মৌসুমি ফলকে। কোষ্ঠকাঠিন্য এড়াতে ইফতারে ফলের জুস হিসেবে রাখতে পারেন বেলের শরবত, তরমুজের শরবত, বিশেষ করে ইসবগুলের শরবত রাখুন।

. সময় খাবারে রাখতে পারেন ফাইবার জাতীয় খাবার হেলদি ফুডকে। বাইরে তৈরি খাবারের পরিবর্তে ইফতারের প্রাধান্য দিন বাড়িতে তৈরি খাবারকে।

. কোষ্ঠকাঠিন্য এড়াতে কখনই ইফতারে বেশি খাবার খাওয়া যাবে না। ইফতারে বেশি খাবার খেয়ে অনেকেই রাতের খাবার বাদ দেন। তা মোটেও করা যাবে না। এর জন্য ইফতারে খেতে হবে এমন পরিমাণ খাবার যাতে রাতের খাবার সামান্য পরিমাণে হলেও খাওয়া যায়।

. রাতের খাবারের মাঝে মাঝে যে সময়টা সময়টাতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করতে হবে।

. যাদের একটু হাঁটার অভ্যাস আছে তারা অবশ্যই খাবার গ্রহণের পরপরই কোনো ফিজিক্যাল অ্যাকটিভিটিতে যাবে না। কারণ সারাদিন অনাহারে থাকার পরে আমরা যখন খাবার গ্রহণ করি তখন ভরা পেটে হাঁটা বা ফিজিক্যাল অ্যাকটিভিটি করলে তা শারীরিক সমস্যা তৈরি করতে পারে।

. সেহরিতে কখনই ভরপেট খাওয়ার চেষ্টা করা যাবে না। এসময় সহজে হজম হয় এমন খাবারগুলোকে প্রাধান্য দিতে হবে।

. সহজে হজম হয় এমন খাবারের মধ্যে রয়েছে আমরা রুটি, লাল চাল, শস্যজাতীয় খাবার রঙিন ফলমূল।

. মাংস বা যেকোনো খাবার অবশ্যই ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে। কখনই সেহরি খেতে তাড়াহুড়ো করা যাবে না। যাদের বা ১০ মিনিটে সেহরি খাওয়ার অভ্যাস রয়েছে তাদের এই অভ্যাস বন্ধ করতে হবে।

. দামি খাবার মানেই ভালো খাবার এমন ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দামি বা টেস্টি খাবারের চেয়ে হেলদি খাবার খাওয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য দিতে হবে।

 

১০. কোষ্ঠকাঠিন্যের আরেকটি বড় সমস্যা হলো অনেক বেশি সময় টয়লেটে বসে থাকা। তাই এই অভ্যাসটি বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে টয়লেটে বেশি সময় না থাকা এবং নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাসে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই দূরে থাকা যায়।

১১. অনেকেরই পাইলস বা এনাল ফিশারের সমস্যা থাকে। এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের রমজানে কোষ্ঠকাঠিন্য অনেকটাই বেড়ে যায়। এই সমস্যায় অনেক রোগীর মল শক্ত হয়ে যায়। কখনও কখনও রোগীর  ব্লিডিং বা ব্যথা হতে পারে। যাদের এই সমস্যা আছে তাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন তারা।

১২. এই সমস্যা সমাধানে তারা বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। এর ব্যবহারে মল অনেকটাই নরম থাকে রোগী আরাম বোধ করে।

এভাবেই রোজার সময় কোষ্ঠকাঠিন্যকে সহজে নিয়ন্ত্রণে রেখে রোজা রাখা যাবে। সেই প্রতিকার করা যাবে কোষ্ঠকাঠিন্যের নানান উপসর্গকেও। নিজেকে সুস্থ নিরাপদ রাখতে এইটুকু চেষ্টা আমাদের সকলেরই করা উচিত।


রিটেলেড নিউজ

শিশুদের হাত পা ও মুখের রোগের উপসর্গ, কখন ডাক্তার দেখাবেন

শিশুদের হাত পা ও মুখের রোগের উপসর্গ, কখন ডাক্তার দেখাবেন

bcv24 ডেস্ক

এই মৌসুমে শিশুদের হাত পা ও মুখের রোগবালাই দেখা দিচ্ছে। সঠিকভাবে রোগ চিহ্নিত করতে না পারায় সুচিকিৎ... বিস্তারিত

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ

এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ১৮০ শতাংশ

bcv24 ডেস্ক

সম্প্রতি দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গেল এক সপ্তাহ... বিস্তারিত

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

bcv24 ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ... বিস্তারিত

ডায়াবেটিস থাকলেও খাওয়া যাবে যেসব আইসক্রিম

ডায়াবেটিস থাকলেও খাওয়া যাবে যেসব আইসক্রিম

bcv24 ডেস্ক

ডায়াবেটিস নিয়ে প্রতিনিয়ত সতর্ক করছেন চিকিৎসকরা। সুস্থ থাকার জন্য দিচ্ছেন নানা পরামর্শ। সুস্থ থা... বিস্তারিত

হঠাৎ উচ্চমাত্রার জ্বর ও জয়েন্টে ব্যথা, কী করবেন

হঠাৎ উচ্চমাত্রার জ্বর ও জয়েন্টে ব্যথা, কী করবেন

bcv24 ডেস্ক

মৌসুমী রোগব্যাধির মধ্যে চিকুনগুনিয়া অন্যতম। এটি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস সৃষ্ট একটি সংক্রমণ। হ... বিস্তারিত

ফ্রিজ আবিষ্কার হলো যেভাবে

ফ্রিজ আবিষ্কার হলো যেভাবে

bcv24 ডেস্ক

আদিম যুগে মানুষের প্রধান কাজ ছিল খাদ্যের খোঁজে বের হওয়া। খাবার সংগ্রহ আর তা সংরক্ষণ নিয়ে চিন্তার শ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত